সাভারে প্রাণীসম্পদ গবেষনা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুই দিনব্যাপী বার্ষিক রির্সাচ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন
আব্দুস সাত্তার,সাভার:
সাভারে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুই দিনব্যাপী বার্ষিক রির্সাচ রিভিউ ওয়ার্কশপ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে সাভারে বিএলআরআইয়ের হলরুমে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী সম্পদ গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রায় ২৫০ জন অংশগ্রহন করছেন।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, এইচ এম ইব্রাহীম ও বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ভাগ্য রানী বনিকসহ অন্যান্য কর্মকর্তাগন।