ফেডারেল রিজার্ভকে চায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলায়
রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার পরিপকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও সুইফটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনা হয়েছে। তাদেরকেও এ মামলায় বাদী হিসেবে পাশে চায় কেন্দ্রীয় ব্যাংক। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গতমাসে এক কনফারেন্স কলে রিজালের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়ে নিউ ইয়র্ক ফেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। মেসেজিং নেটওয়ার্ক সুইফটের দুজন প্রতিনিধিও ওই আলোচনায় ছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, চুরি যাওয়া অর্থ উদ্ধারে আগামী মার্চ-এপ্রিল নাগাদ নিউ ইয়র্কে ওই দেওয়ানি মামলাটি করা হবে।
আর বাংলাদেশ আশা করছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষও সেখানে বাদী হবে। অবশ্য নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের কাছ থেকে এ বিষয়ে এখনো সাড়া মেলেনি।
২০১৬ সালের ফেব্রুয়ারির শুরুতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে একাধিক ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশের ১ বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা হয়। এর মধ্যে ফিলিপাইনের রিজাল ব্যাংকে যায় ৮ কোটি ১০ লাখ ডলা