দিনাজপুরে কর্মক্ষেত্রে সাফল্য ভূমিকা রাখায় ৫নারী জয়িতাকে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)
গত ৯ই ডিসেম্বর দিনাজপুরে কর্মক্ষেত্রে সাফল্য ভূমিকা রাখায় ৫নারীকে জয়িতা সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম । আন্তর্রজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের উদ্দোগে দেশ ব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেশনে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় ৫নারীকে সংবর্ধনা শেষে সর্ম্মাননা পত্র তুলে দেন জেলা প্রশাসক মীর খাইরুল আলম । অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার টার্কি বার্ড ফার্মের স্বর্তাধীকারী মোছাঃ আঞ্জুমানারা বেগম ,চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পারবর্তীপুর উপজেলার মোছাঃ জেরিনা খাতুন,সফল জননী ক্ষেত্রে ফুলবাড়ী উপজেলার সান্তনী হাসদা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দোমে জীবন শুরুর অবদান রাখায় দিনাজপুরের মোছাঃ জান্নাতুস ছাপা শাহিনুর ও ফুলবাড়ী উপজেলার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ লিলুফা ইয়াসমীন। ওই সংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব , জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি।