ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় নিহত-১
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল ওয়াদুদ(৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।
শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে এ হামলার ঘটনা ঘটলে। কৃষক মোঃ আব্দুল ওয়াদুদ, উক্ত তালশন গ্রামের মৃত আশরাফ আলী মণ্ডলের ছেলে।
প্রতিপক্ষের হামলার শিকারে আতহ অবস্থায় আব্দুল ওয়াদুদ কে ৯ ডিসেম্বর দুপুর সারে ১২ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে আব্দুল ওয়াদুদ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উক্ত হামলার ঘটনায় নিহত আব্দুল ওয়াদুদের চাচা মোঃ আব্দুল হামিদ ও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে আহত হামিদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
ঘটনার নিহত ও আহতের বিষয়টি গ্রামবাসী,পারিবারিক এবং পুলিশ সূত্রে জানা যায়। প্রতিপক্ষ একি গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নিহত ওয়াদুদের সাথে। এমনকি বিরোধ নিয়ে ক্ষেতলাল থানায় মামলাও রয়েছে।
এতএব শনিবার সকালে ইয়াকুব সহ তার তিন ভাই সরিষা ক্ষেত দখল করতে গেলে। দখলের খবরটি শুনে নিহত ওয়াদুদ সহ তারাও কয়েকজন দখলদারদের বাঁধা দিতে গেলে।
এসময় দু’পক্ষের মধ্যে প্রথমে বাক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফার নির্দেশে ইয়াকুবের লোকজন ওয়াদুদ কে কোদাল দিয়ে কোপাতে থাকলে, এসময় ওয়াদুদের চাচা হামিদ তাকে বাঁচাতে গেলে তিনিও প্রতিপক্ষে হামলায় গুরুতর আহত হয়ে।
পরে স্থানীয় গ্রামবাসী নিহত হওয়া ওয়াদুদ কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলার আধুনিক হাসপাতালে নিলে ওয়াদুদের অবস্থা গুরুতরও হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ওয়াদুদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে রেফার করে। সেখানে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহত ওয়াদুদকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে হামিদ কে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাহার উন্নত চিকিৎসা চলছে।
নিহত সহ আহতের ঘটনায় ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ওসি জনাবঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছেন তাদের ধরতে ক্ষেতলাল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে এখন তাদের ধরতে পুলিশ সর্বক্ষণ তৎপর ভূমিকা আছে।
ওসি আরো জানান যে বর্তমানে এই ঘটনার নিহত পরিবার শোকের মাঝে থাকায় তারা পারিবারিক অশান্তিতে আছেন শোক কেঁটে উঠলে এই ঘটনার নিহত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।