ক্ষমতাকে চিরস্থায়ী করতেই গুম-খুনের পথ বেছে নিয়েছে সরকার
ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার গুম-খুনের পথ বেছে নিয়েছে-এমন অভিযোগ এনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা আরো অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ক্ষমতাকে ধরে রাখার অপচেষ্টা চালাচ্ছে।
গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
আজ ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। এ দিনটি উপলক্ষে দেশে গুম-খুন, ধর্ষণ-নির্যাতন ও হামলা-মামলা বন্ধের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি।
এত অংশ নেন গুম হওয়া বিএনপির নেতা-কর্মীদের স্বজনসহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার দেশে গুম-খুন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় মানবাধিকার কমিশনের বরাত দিয়ে গুম-খুনের একটি হিসাব তুলে ধরে গুম হওয়া সকলকে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।
সরকার মানবাধিকার গুম করে পুরো দেশটাকে কারাগার করে ফেলেছে বলেও এসময় সমালোচনা করেন বিএনপির নীতি-নির্ধারণী পর্ষদের নেতারা।
গুম হওয়া নেতা-কর্মীদের স্বজনরাও এ প্রতিবাদে একাত্বতা প্রকাশ করে তাদেরকে ফেরত দেয়ার দাবি জানান।