বান্দরবান পৌর সদরে ইয়াবাসহ দুই যুবক আটক।
[চাইথোয়াইমং মারমা মং রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান]বান্দরবান পৌর সদরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেন ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবাসহ আটক করেন।
সুত্রে জানতে পারি, বান্দরবান জেলায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর নির্দেশক্রমে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ ইয়াছির আরাফাত এবং ওসি ডিবি পুলিশ অপ্পেলা রাজু নাহা এর নেতৃত্বে গোপন সূত্রে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সোমবার সন্ধ্যায় সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ও বিশ্বস্থ ফোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে বান্দরবান পৌর শপিং কমপ্লেক্স পিছনে এর দক্ষিণ পাশে ৫শত পিচ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা ব্যক্তি রা হলেন, মি:রমজান আলী (২৫) পিতা-মোঃ আব্দুল জাহের ও মি: সাইফুল ইসলাম, (২৭) পিতা-ফরিদ আলম।
বিশেষ সুত্রে আরো জানা যায়, এসময় তাদের কাছ থেকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ।
উল্লেখ্য বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম ছরোয়ার সাংবাদিক কে জানিয়েছেন, আটকের পর জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় দীর্ঘদিন যাবৎ প্রতিনিয়ত সিন্ডিকেট মাধ্যমে গোপনের টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে বান্দরবানসহ আশেপাশের জেলায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে তারা। সেখানে এলাকায় স্থানীয় গড ফাদার রা জড়িত থাকতে পারে বলে পুলিশের বিশেষ ধারনা। ইয়াবা অবধৈ পাচার বন্ধ বা প্রতিরোধ করা না গেলে যুব সমাজ সামনের অারো ভয়ানক পরিনত হবে বলে এক স্থানীয় সমাজ সেবক শিক্ষানুরাগী নাম প্রকাশ অনিচ্ছুক ইলেকট্রিক মেডিয়া ও সাংবাদিক কে জানান।অাসুন সবাই মিলে ইয়াবা পাচারকারীকে চিহৃিত করে অাইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা দিয়ে ধরিয়ে দিন।মাদক মুক্ত সমাজ গড়ে তোলুন।এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।