আক্কেলপুর গোপীনাথপুরে ১৪ টি দোকান সীলগালা করলেন - ইউএনও
গতকাল দুপুর ২ টার দিকে আক্কেলপুর উপজেলা অফিসার মোআহাম্মদ সালাহ উদ্দিন গোপীনাথপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধ ১৪ দোকান সীলগালা করে দেন।ইউ এন ও পুলিশের সহযোগীতায় অবৈধ ভাবে গড়ে তোলা দোকান গুলোতে সীলগালা করে সকল দোকান মালিকের কাছ থেকে দোকানের চাবী নিয়ে চলে যান।
১৪টি দোকানের মধ্য বেশী ভাগ দোকানই হলো বাড়ইল রোডের দোকান।এর মধ্য যাদের দোকান সীলগালা করা হয় ১.মো হান্নান পিতা ডাঃমজিবর রহমান ২.মো জলিল সোনার পিতা মৃত অফির সোনার ৩. মো নজরুল পিতা মৃত ছুনছা সোনার ৪.মো আমজাদ পিতা মৃত জরপা ৫.মো মোকারম পিতা মো লজিবর রহমান ৬.মো বকুল পিতা অঙ্গাত ৭.মো বিদ্যুৎ পিতা আছামদ্দিন ৮.মো আশিদুল পিতা মৃত আলতাফ আলী ৯. মো মান্নান পিতা লোকমান ১০. মো বেলাল পিতা মো বিনছের ১১. মো বকুল পিতা মো ফজলু ১২. মো আইয়ুব পিতা মজিবর রহমান ১৩.দিলীপ পিতা ছুনছা
তাদের স্হায়ী দোকানে অনুমতি না থাকায় তারা স্হায়ীভাবে দোকান পাট নির্মান করেন এবং ব্যবসা পরিচালনা করে আসছিলেন।তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র না থাকায় তাদের ব্যবসা প্রতিষ্টানে উপজেলা নিবার্হী অফিসার সালাহ উদ্দিন সীলগালা ও কয়েকদিনের মধ্য দোকানের সরন্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
অাক্কেলপু উপজেলা নিবার্হী অফিসার সালাহ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী হবিবর রহমানকে প্রযোজনীয় কাগজ ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক কে সরকারী জায়গায় স্হায়ী স্হাপনার জন্য কারন জানতে চান।