গোদাগাড়ীতে ২ বাসের সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ১৮ জন। তাদের গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাসের সহকারি সুভ (২৮), যাত্রী আছিয়া (৬৫) ও হারুনুর রশিদ (৩৯)। এদের মধ্যে সুভ নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে। সে হৃদয় ট্রাভেলসের সহকারি ছিল।
আর আছিয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনামসলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী এবং হারুনুর রশিদ নওগাঁ সপাহার উপজেলার দিঘিপাড়া গ্রামের আলিমুদ্দীনের ছেলে ছেলে।
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরিদ দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ওসি বলেন, হৃদয় ট্রাভেলসের সহকারি সুভ ঘটনাস্থলে নিহত হন। আর আছিয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান। আর দুপুর ১২টার দিকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরুনুর রশিদ।
ওসি বলেন, পুলিশ ও দমকল কর্মীরা দুই বাসের আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনকে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনকে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে ওসি হিফজুল আলম জানিয়েছেন।