সরকারি বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য নেই; শিক্ষামন্ত্রী
আব্দুস সাত্তার,সাভার: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য মনে করি না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকালে সাভারের খাগান এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠানটির ১২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত। তাই তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল ধরণের সুযোগ সুবিধা প্রদানে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানের ব্যাপারে সরকার সমমূল্যায়ন করে থাকে।
মন্ত্রী এসময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও সরকারি বিধি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেনি শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, কেসিএমজি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব।
উল্লেখ্য, ৮,৩৮০ হাজার শিক্ষার্থীর বিদ্যাপীঠ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবার ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে প্রায় ১৬’শ শিক্ষার্থী সমাবর্তন গ্রহণ করেন। এদের মধ্যে সেরা ফলাফলের জন্য ¯œাতকোত্তর পর্যায়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী আফসানা তাসনিম অসিন ও ¯œাতক পর্যায়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ওয়ারিদা রশিদ প্রধান অতিথির নিকট থেকে ‘চ্যান্সেলর স্বর্ণপদক’ গ্রহণ করেন। এছাড়া আরো ৩০ শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক’ প্রদান করা হয়।