গোদাগাড়ীতে অবৈধ ঔষুধ বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীর জেল
রাজশাহীর গোদাগাড়ীতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ঔষুধ ব্যবহার করা ও অবৈধ দেশী বিদেশী যৌন উত্তেজক ঔষুধ বিক্রি করার দায়ে দুজন ব্যবসায়ীকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলা কাঁকনহাট বাজারে দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব -৫। পরে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করলে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ বলেন ভোক্তা অধিকার লঙ্ঘন করার দায়ে দুজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ৪৩ ও ৫২ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম করাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
কারাদন্ডকৃত আসামীরা হল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মনিরুল ইসলাম মিনু (৫৪) ও মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মোজাম্মেল হক মিঠু (৩৫)। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর এসপি নজরুল ইসলাম।