বেনাপোলে পায়ুপথে ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ এক যাত্রী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। যশোরের
বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে ১০ লাখ টাকার ২টি স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমানে (৪০) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার ১৪ (ডিসেম্বর) বেলা ১১টায় স্বর্ণসহ তাকে আটক হয়।
আটককৃত স্বর্ণ পাচারকারি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান। তার পাসপোর্ট নং বিএ- ০৬৮১৫৩৪।
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রথমে তার দেহ তল্লাশি করে কোন স্বর্ণের বার না পেয়ে তার পেট স্থানীয় একটি ক্লিনিক থেকে এক্সে করার পর পেটের ভেতর দুটি স্বর্ণের বার ধরা পড়ে। তারপর তাকে চেকপোস্ট কাস্টমসে এনে পেট থেকে পায়ুপথ দিয়ে দুটি স্বর্ণের বার বের করা হয়। যার বাজারমূল্য ১০ লাখ টাকা।
তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ পাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং স্বর্ণ কাস্টমস গুদামে জমা করা হবে।