মহান বিজয় দিবস উদযাপনের প্রস্ততি চলছে
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্ততি চলছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পরিপাটি করে তোলা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী।
একাত্তরে দীর্ঘ নয় মাসের গৌরবময় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর সেনা-শিরোমণি জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন, অস্ত্র সমর্পণ করে পাকিস্তানী সেনারা বাধ্য হয় পরাজয় মানতে।
লাখো শহীদের রক্তের সাগর পেরিয়ে লাল-সবুজ পতাকার বাংলাদেশ যাত্রা শুরু করে মুক্ত, স্বাধীন রাষ্ট্র হিসেবে।
স্বাধীনতার ৪৬তম বার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরইমধ্যে ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। পরিপাটি করে তোলা হয়েছে চারপাশ।
অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মহড়াও সম্পন্ন হয়েছে। রংবেরঙের তোরণে সাজানো হয়েছে স্মৃতিসৌধের আশপাশের মহাসড়কগুলো। নিরাপত্তার জন্য স্মৃতিসৌধের ভিতরে ও বাইরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
বিজয় দিবসের প্রত্যুষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর, সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।