মহান বিজয় দিবস: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবস আজ শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বিরোধীদলের নেতা রওশন এরশাদ। এরপর একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর চৌকষ দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ। শহীদের প্রতি শ্রদ্ধা জানান দায়িত্বরত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া। শ্রদ্ধা জানায় বিদেশি কূটনীতিকসহ মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।