তেঁতুলিয়ায় বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনিসহ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই কর্মসুচীর শুভ সূচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.সানিউল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও সকাল থেকেই মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের র্যালী ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা ঘটে।
সকাল ৯টায় তেঁতুলিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, কুচকাওয়াজ শারীরিক কসরত শুরু হয়। মার্চ পাস্ট-এ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস কর্মকর্তারা অংশ নেন। পরে কুচকাওয়াজ শারীরিক কসরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়ে চমতকারভাবে তা প্রদর্শন করেন। এবারের শারীরিক কসরতে অংশ নেয় অটিস্টিক শিশুরাও। অপরাজয় বাংলা হিসেবে তারাও জানিয়ে দেয় ইচ্ছাশক্তিই পারে জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে।
সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার একমাত্র বীর প্রতীক খেতাপ প্রাপ্ত আব্দুল মান্নানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
দুপুরে ক্রীড়া অনুষ্ঠান এবং হাসপাতাল, এতিম খানা ও লিল্লাহ বোডিং এ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেল অনুষ্ঠিত হয় প্রীতিবল ম্যাচ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপনী ঘটবে।
বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, ওসি (তদন্ত) আব্দুস সবুর, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমানসহ সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।