জয়পুরহাট পাঁচবিবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ও গুলিবিদ্ধ
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারি কলেজে সাগর নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ও গুলি করা হয়েছেে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা সুত্রে জানা যায়, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজে ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি রয়েছে। শুক্রবার রাতে একটি গ্রুপের সভাপতি সাগর হোসেনসহ কয়েকজন কলেজ ক্যাম্পাসে বিজয় দিবসের ব্যানার টানিয়ে বের হওয়ার সময় কলেজ গেটের সামনে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় দেশীয় অস্ত্র দিয়ে সাগরের শরীরের বিভিন্ন অংশে জখম করার পর দু’ রাউন্ড গুলি করে পালিয়ে যায়, তার সহকর্মীরা তাকে উদ্ধার করে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম তালুকদার বলেন সাগর হোসেন পাঁচবিবি পৌর ছাত্রলীগের ১ নং ওয়াডের সাবেক সভাপতি ছিল বর্তমানে ছাত্রলীগের কোন কমিটির সদস্য নয়। তবে শুনেছি কে বা কারা রাতের আধারে সাগরকে আহত করেছে এর সঙ্গে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নেই। তার ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
অপর দিকে পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পাঁচবিবি পৌর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল বলেন ছাত্রলীগের প্রতিপক্ষের নেতা কর্মীরা সাগরকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করার পর তার ডান পায়ে দু’টি গুলি করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন ডাক্তারের নিকট থেকে জানতে পারি অস্ত্র দিয়ে সাগরকে জখম ও আহত করা হয়েছে। থানায় এখনও মামলা হয়নি, মামলার অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।