রাজশাহী কলেজে দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে মানব মানচিত্র
নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে রাজশাহী কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানব মানচিত্র তৈরি করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের ডিসপ্লে করা হয়। এতে অংশ নেন কলেজের দেড় হাজার শিক্ষার্থী। রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের ডিসপ্লে করেছে শিক্ষার্থীরা এটা অনেক আনন্দের। রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তারা শহীদ মিনার তৈরি করবে। গত বছরের আগের বছরে মানব পতাকা ও গত বছর মানব শহীদ মিনার তৈরি করা করা হয়। রাজশাহী কলেজের কয়েকজন শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমরা গত ১০ থেকে ১৫ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে মানব শহিদ মিনার ও মানব পতাকা করেছিল। এবার আমরা মানব মানচিত্র তৈরি করলাম। অন্যদিকে, দিবসটি উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী একুশের গান পরিবেশন করেন।