শ্যামনগরে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল মহান বিজয় দিবস
গোলাম মোস্তফা লাভলু, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে সকালে বিজয় শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পন ও বীর শহীদদের মাজার জিয়ারত শেষে দোয়া করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এরপর শ্যামনগরের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, সহ ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে হাজার হাজার মানুষ বিজয় র্যালী নিয়ে শ্যামনগর উপজেলা সদরের গোপালপুরে অবস্থিত সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এরপর শ্যামনগর নকিপুর হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্যারেড প্রদর্শিত হয়।প্যারেড প্রদর্শনিতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান স্ব স্ব প্যারেড প্রদর্শন করে। ২য় পর্বের অনুষ্ঠান শেষে বিকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের মাঠে তৃতীয় পর্বের জাঁকজমক আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।