নতুন বছরে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তাক বিতরণ কর্মসূচির সূচনা করেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বছরের প্রথম দিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশের মধ্যে ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই তুলে দেয়া হবে।
তিনি আরো বলেন, নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই তুলে দেওয়া হবে। এরইমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে গেছে।
গত বছরের চেয়ে এ বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপানো হয়েছে।