ঢাকায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি শনিবার
৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশ করতে না দেয়ায় শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি— বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেছেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তাদের সমাবেশ করতে দেয়নি। গণতন্ত্র হত্যা দিবসে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা যাতে কালো পতাকা মিছিল করতে না পারে। এ জন্য প্রশাসনযন্ত্রকে টর্চার মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ‘৫ জানুয়ারি কলংকিত নির্বাচন এবং বর্তমান প্রক্ষাপট' শীর্ষক এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
মওদুদ আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আরেকটি এক তরফা নির্বাচন এদেশে আর হতে দেয়া হবে না।
সরকার সমঝোতায় না আসলে গণআন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে বাধ্য করা হবে বলেও হুশিঁয়ারি দেন বিএনপির এ নেতা।
এদিকে, সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। দিনটি পালনে এবার প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে ও পরে নয়াপল্টনেও সমাবেশের অনুমতি পায়নি দলটির।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারি ভোটারশূণ্য নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে। মুন্সীগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় জেলা বিএনপির মিছিল।পরে প্রতিবাদ সমাবেশ করে তারা।
রাজবাড়িতে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করলে স্টেশন রোডে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।