শ্রীপুরে পুলিশী হস্তক্ষেপে কিশোরীর বাল্য বিয়ে পন্ড
টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে মতিউর রমান ওরফে মতি মিয়ার কন্যা (১৫),মাদরাসার ৮ম শ্রেণী পড়–য়া এক কিশোরীর বাল্য বিয়ে পন্ড করেছে শ্রীপুর থানা পুলিশ।
৫জানুয়ারি শুক্রবার দুপুরে স্থানীয় ওয়ার্ড সদস্যের সহায়তায় এ বাল্য বিয়ে পন্ড হয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন জানান, কিশোরীটি স্থানীয় একটি মাদরাসায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তাঁর পরিবার কিশোরীকে বাল্য বিবাহ দেয়ার লক্ষে শুক্রবার সকাল থেকে বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চালাচ্ছিল। এ সময় স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সংবাদ পেয়ে প্রথমে কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়। এতে তাঁরা বাল্য বিয়ে বন্ধে অপরাগতা প্রকাশ করলে শ্রীপুর থানায় সংবাদ দেয়া হয়। পরে শ্রীপুর থানা পুলিশ উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) জামিল রাশেদ জানান, ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে কিশোরীর পরিবার বাল্য বিয়ের আয়োজন করছিল। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে ঝাচাই করে দেখা গেছে প্রকৃতপক্ষে কিশোরীর বিয়ের বয়স হয়নি। এ সময় তাঁর পরিবারের সদস্যদের বাল্য বিয়ের কূফল সম্পর্কে অবগত করলে তাঁরা ভূল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন। পরে কিশোরীর বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে দিবে না বলে মোচলেকা প্রদান করেন।