জয়পুরহাট ক্ষেতলালে দুটি রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করলেন-এমপি স্বপন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী সরকারের প্রতিশ্রুতি ২০২১ কে সামনে রেখে গ্রামবাংলার উন্নয়ন অব্যাহত রাখতে।
আজ শনিবার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় একি সঙ্গে দুটি রাস্তা পাকাকরনের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর পরপর তৃতীয়বারের সফল সাংগঠনিক সম্পাদক ও আক্কেলপুর,কালাই,ক্ষেতলালের মাটিও মানুষের জনপ্রিয় নেতা জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জনাবঃ আবু সাঈদ আল মাহমুদ স্বপন.এমপি।
ক্ষেতলাল উপজেলায় রাস্তা পাকাকরনের সর্বপ্রথমে উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ এলাকার নশিরপুর থেকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকাকরনের ফলক উন্মোচন করেন।
পরে একি উপজেলায় ক্ষেতলাল থানা মোড় থেকে তুলসীগঙ্গা ইউনিয়নের দাশরা পর্যন্ত পৌনে ৩ কিঃমিঃ গ্রামীণ সড়ক পাকাকরনের ফলক উন্মোচন করে রাস্তা পাকা করনের শুভ উদ্বোধন করেন এমপি.স্বপন।
রাস্তা পাকাকরনের শুভ উদ্বোধন শেষে উক্ত উপজেলা বাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ব্যক্তব্যে এমপি স্বপন বলেন, স্বাধীনতার চেতনার দল আওয়ামীলীগ দেশ ও জাতির উন্নয়নের একমাত্র সরকার শেখ হাসিনার সরকার যে সরকারের বিকল্প কোন সরকার নেই। কেননা যে সরকার সর্বক্ষণ ক্ষুদ্রময় বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ভাবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এমপি স্বপন।