জাতীয় সংসদের প্রথম অধিবেশন রোববার
নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল (রোববার)। দশম জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন এটি।
বছরের প্রথম এ অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভাষণ দেবেন। অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
প্রতিবারের মতো এবারো, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি। এ মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে সংসদের বছরের শুরুর অধিবেশনে এটিই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ।
রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশর মুলতবি করা হবে।