তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল
মৌসুমের সবচেয়ে বড় তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল।
ভয়াবহ তুষারধস ও ঠাণ্ডা বাতাসে এ পর্যন্ত বিভিন্ন এলাকায় ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কিছু অঞ্চলে মাইনাস ১৫ থেকে মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে।
গৃহবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। পাঁচটি অঙ্গরাজ্যে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।
স্থানীয় সময় শুক্রবার সকালে বাতিল করা হয়েছে বিমানের ১২০০ বেশি ফ্লাইট।
এর আগের দিন বৃহস্পতিবার বাতিল হয় ৪ হাজার ফ্লাইট