কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিমিয়
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া( গাজীপুর)প্রতিনিধি ঃ
সরকারের উন্নয়ন, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাপাসিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। শক্রবার রাতে জেলা পরিষদ ডাকবাংলো কাপাসিয়ায় এ অনুষ্ঠান হয়।
কাপাসিয়া প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সমকালের সঞ্জিব কুমার দাস, যুগান্তরের সাইফুল ইসলাম শাহীন, ইনকিলাভের শামসুল হুদা লিটন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া চীফ ভোরের কাগজের নুরুল আমীন সিকদার, মানবজমিনের মজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের শেখ শফিউদ্দিন জিন্নাহ, বাংলাদেশের খবরের ও আলোকিত নিউজ.কম এর মন্জুরুল হক, ভোরের পাতার আসাদুল্লাহ মাসুম, যায়যায়দিনের শাকিল হাসান, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, ফিচার লেখক নজরুল ইসলাম, বাংলাভূমির নজরুল ইসলাম আযহার, আমাদের সময়ের জাকির হোসেন কামাল, সকালের সময় শরীফ সিকদার, মুক্ত খবরের আকরাম হোসেন হিরন, বাংলাদেশের আলোর সাইদুল ইসলাম রনি, সকালের খবরের তপন বিশ^াস, স্বাধীন সংবাদের এস এম খাইরুন নাহার, মুক্ত সংবাদের আনিসুল ইসলাম, ভাওয়ালের উম্মে কুলছুম শিল্পী, যুবকন্ঠের মুহিত আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে কাপাসিয়ার চিকিৎসা সেবার মান রেংকিংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ১২ তম, সাড়ে তিন বছরে বিদ্যুতায়ন ১৮হাজার গ্রাহক থেকে ৭২ হাজার গ্রাহক, নাসিং কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ, কারিগরি কলেজ, থানা ভবণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ চত্তর ও পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, নিয়োগ ও আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বঙ্গতাজ স্মৃতি পাঠাগার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ। সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক ভাবে জাতীয় সঙ্গীত শেখানোর জন্য সিডি সরবরাহ করেন এমপি। কাপাসিয়ার ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা আছে এমন দুটি বই দিবেন বলে জানান তিনি।
সভায় কাপাসিয়ায় কর্মরত প্রায় ত্রিশজন সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য হওয়ার কথা বলেন। এছাড়া কিন্ডারগার্টেন বিদ্যালয়ে স্কাউটকে অর্ন্তভূক্ত করার দাবী জানান।