ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ গ্রেপ্তার
উসকানিমূলক বক্তব্যের আভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।
সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে তাকে দেশটির দক্ষিণের শিরাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, মাহমুদ আহমাদিনেজাদের দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে ধরা হয়।
তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।
গত ডিসেম্বরে বুশেহর শহরে আহমেদিনেজাদ এক বক্তৃতায় বলেন, অব্যবস্থাপনা চলছে ইরানে— বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।
এর কিছুদিন পরই শুরু হয় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ—এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেপ্তার হয়েছেন।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আরো কিছু বিষয়ের প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।