আক্কেলপুরের কৃতি সন্তান এ্যাডঃ প্রদীপ অাজীবন সম্মাননা আইনজীবী পেশায় স্বর্ণপদক পেলেন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
বাংলাদেশ স্বাধীন বাংলা সংসদ আয়োজিত আইন পেশায় বিশেষ দক্ষ অবদান রাখিবার কারণে জেনারেল ওসমানী শাইনিং পারসনালিটি আজীবন সম্মাননা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৭।
পেলেন জয়পুরহাট জেলার পেশাদার আইনজীবী এ্যাডঃ প্রদীপ কুমার সরকার।
গত ৬ জানুয়ারী ২০১৮ বিকেল ৪ টায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও, ঢাকার সুরমা হলে উক্ত সম্মাননা এ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত হলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী, জনাবঃ শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব সৈয়দ, জনাবঃ মারগুব মোরশেদ সহ উক্ত সংগঠনের সভাপতি, জনাবঃ শাহ আলম চুন্নু সহ আরও অন্যান্য রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানের ইতিপূর্বে আইনজীবী পেশায় বিশেষ অবদান রাখার জন্য এ্যাডঃ প্রদীপ।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন আয়োজনে রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন অডিটরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-২০১৭ আজীবন সম্মাননা স্বর্ণপদক লাভ করেন।
এ্যাডঃ প্রদীপ কুমার সরকার বাংলাদেশ সুপ্রীম কোর্টে দীর্ঘদিন থেকে আইন পেশায় নিয়োজিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন- সাধারণ সম্পাদক। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃতঃ এ্যাডঃ বীরেন্দ্রনাথ সরকারের পুত্র।
তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন লগ্নে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তার মনোনত্তর দেহ দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং আইনে ব্যাচলর ডিগ্রী লাভ করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।