মৌলভীবাজারের পাঁচ রাজাকারের মধ্যে ফাঁসি ২, আমৃত্য কারাদণ্ড ৩ জনের
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ রাজাকারের রায় বুধবার ঘোষণা করা হয়েছে।
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছে।
এ মামলার পাঁচ আসামির মধ্যে, ২ জনের ফাঁসি ৩ জনের আমৃত্য কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বাকি ৩ জন আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত, তারা হলো: শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া এবং ইউনুছ আহমেদ।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া ইউনুছ আহমেদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে রয়েছে বাকিরা পলাতক।
গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন।
গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি ধরনের অভিযোগ আনা হয়।
এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।