শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
শুক্রবার শুরু যাচ্ছে বিশ্ব ইজতেমা— দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত আর দ্বীতিয় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরইমধ্যে কাকরাইল মসজিদে পৌঁছেছেন ভারতের তাবলিগ জামাতের মরুব্বি সা'দ কান্ধলভি।
তবে মাওলানা সা'দকে ইজতেমায় অংশ নিতে বাধা দিতে আন্দোলনে নেমেছে দুই ভাগে বিভিক্ত তাবলিগ জামাতের একাংশ ও কওমিপন্থীরা। বিমানবন্দরসহ রাজধানীর ৯টি স্পটে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন তারা।
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডর পক্ষ থেকে বলা হয়েছে মাওলানা সা'দকে ইজতেমেয়া আসতে দিবে না তৌহিদী জনতা।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা নিয়ে এবার বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে। আর এই আলোচনার প্রধান কারণ হচ্ছেন ভারতের তাবলিগের মুরুব্বী মাওলানা সা'দ কান্ধলভি। বাংলাদেশের বিশ্ব ইজতেমায় অংশ নেয়া থেকে তাকে বিরত রাখতে বেশ কিছু বৈঠকও করেছেন দেশের তাবলিগের মুরুব্বীরা।
এরইমধ্যে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান মাওলানা সা'দ। তার আগমনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কওমিপন্থি ও তাবলিগ জামাতের একাংশ।
পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে কাকরাইল মসজিতে নিয়ে আসা হয় মাওলানা সা'দকে।
জানা গেছে, ইজতেমা পর্যন্ত কাকরাইলেই অবস্থান করবেন তাবলিগের এ মুরুব্বী। তার নিরপত্তায়ও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে ইজতেমায় অংশ নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে, তার আগমনের আগেই মালোয়েশিয়া ও কানাডা থেকে তাবলিগের মারকাজের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয় সা'দ না এলে ইজতেমা মালয়েশিয়াতে নিয়ে যাওয়া হবে।
মাওলানা সা'দের আগমনকে ঘিরে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাদের অভিযোগ সা'দ বিভিন্ন সময় কুরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়েছেন।
মাওলানা সাদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও ইজতেমায় বরাবরের মতোই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।