বাংলাদেশি তরুণ অভিযুক্ত নিউইয়র্কে বোমা হামলা:
নিউইয়র্কের সাবওয়েতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহকে অভিযুক্ত করেছে ম্যানহাটনের ফেডারেল কোর্ট। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে আকায়েদ উল্লাহকে। গত ১১ ডিসেম্বর সাবওয়ে স্টেশনের টানেলে নিজের শরীরে বেঁধে রাখা পাইপবোমার বিস্ফোরণ ঘটান তিনি।
বোমাটি ঠিকমতো বিস্ফোরণ না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। ওই বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এরপরই তার বিরুদ্ধে কৌঁসুলীরা সন্ত্রাসী হামলার অভিযোগ আনেন। যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা জানান, আকায়েদ উল্লাহ আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে এ হামলা চালায়।
যুক্তরাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ি, ২০১১ সালে ফ্যামিলি ভিসায় নিউইয়র্কে যান ১৭ বছর বয়সি আকায়েদ। সেখানে তিনি প্রথমে ট্যাক্সি চালাতেন, পরে একটি ইলেক্ট্রিক কোম্পানিতে চাকরি নেন।