নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জেলা উন্নয়ন মেলা
নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জেলা উন্নয়ন মেলা-২০১৮। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা, জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরি, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশনী ছাইদুল হক, পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক শামসুল আলম, কষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৩দিন ব্যাপী মেলায় বিভিন্ন বিভাগের উন্নয়ন অগ্রগতি অডিও ভিজুয়াল উপস্থাপনা, উন্নয়নের অগ্রগতি সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান, পট গান, পিঠা উৎসব, রচনা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুিষ্ঠত হবে। মেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও জালানি, স্বনির্ভরতা অর্জন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও সাফল্য সম্পর্কে তথ্যাদি জনসাধারনকে অবহিত করা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় সরকারি ,বেসরকারি বিভিন্ন বিভাগের ৬৮টি ষ্টল খোলা হয়েছে।