বেনাপোলে চেকপোস্ট দিয়ে বিশ্ব এস্তেমায় যোগ দিতে হাজারো মুসল্লির ঢল
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : আজ শুক্রবার (১২ জানুয়ারী) ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে ৬৬ তম বিশ্ব এস্তেমায় যোগ বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে বেনাপোল চেকপোস্টে। বেনাপোলে চেকপোস্ট দিয়ে গত তিনদিনে হাজার হাজার বিদেশি মুসল্লিদের ঢাকার তুরাগ নদীর তীরে বিশ্ব এস্তেমায় পাড়ি জমাতে দেখা গেছে। গত বৃহস্পতিবার বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে বিপুল সংখ্যক বিদেশিদের বিশ্ব এস্তেমায় যোগ দিতে আসতে দেখা গেছে। এসময় বেনাপোল ইমিগ্রেশনের বিদেশি ডেস্কে অত্যন্ত সতর্কতার সাথে আগত বিদেশি পাসপোর্টযাত্রীদের আনুষ্ঠানিকতা শেষ করতে দেখা গেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিশ্ব এস্তেমায় যোগ দিতে আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত আরো অনেক বিদেশি দেশে আসবেন।তাদেরকে সর্বাত্নক সহযোগিতা করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেই সাথে দূরতার সহিত তাদের সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। মেহমানদের যাতে কোন ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখা হবে। তিনি বলেন, ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া থেকে তারা আসছেন বিশ্ব এস্তেমায় যোগ দিতে। দেখা যায়, বেনাপোল চেকপোস্টে ঢাকার কাকরাইল মসজিদ থেকে আগত ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়ার ব্যবস্থা করা ও বাস যোগে ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন । সেই সাথে তাদের সঙ্গে সর্বাত্নক সহযোগিতা করে যাচ্ছেন বেনাপোলে চেকপোস্টে অবস্থিত জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসার ছাত্র ও এতিমখানার নেতারা। বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের থাকা-খাওয়ার জন্য এ মাদ্রাসায় বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেই সাথে বাগে জান্নাত কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের খেদমতের জন্য সার্বিক তত্বাবধায়ন করছে। ইমিগ্রেশনের পিছনে বিদেশিদের পাসপোর্টের ইডিকার্ড লেখার কাজে সহযোগিতা করছে তারা। এদিকে, পরিবহন স্বল্পতার কারণে বিদেশ থেকে আসা মুসল্লিরা দুর্ভোগের মধ্যে পড়ছেন। কুয়াশার কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরিবহন না আসায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।