খালেদার মামলা ক্যামেরা ট্রায়াল ছাড়া কিছুই নয়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ক্যামেরা ট্রায়াল ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবীরা।
তারা বলেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যা ভুয়া নথিপত্রের মাধ্যমে করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ দুদক প্রমাণ করতে পারেনি উল্লেখ করে আদালতের কাছে ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনে তারা এসব কথা বলেন।
নবম দিনের মত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
সকল সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগই দুদক প্রমাণ করতে পারেনি—এ কথা উল্লেখ করে তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন তিনি।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বেলা আড়াইটা পর্যন্ত যুক্তিতর্ক শেষে আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি পরবর্তি যুক্তিতর্কের দিন ধার্য করেছেন ঢাকার ৫ম বিশেষ জজ আখতারুজ্জামান।
পরে ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, এই মামলা পাবলিক ট্রায়াল নয় এটা অবৈধ নথিপত্রের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবীদের কথা অমূলক এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত বছরের ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। ওইদিন আদালতে খালেদা জিয়াসহ সব আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।