অসহায় শীতার্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে
জেলা সমাজসেবা উপ-পরিচালক স্টিফেন মুর্মু নুর আলম সিদ্দিক, ভ্রম্যমান প্রতিনিধি দিনাজপুর থেকেঃ প্রতি বছরের ন্যায় এবারো অনন্যা সংস্থা প্রতিবন্ধী ও প্রবীন গনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার ঈদগাহ আবাসিক এলাকা নিজস্ব কার্যালয়ে মরহুমা কানিজ ফাতেমা বেগম ও জয়বুন নেহারের স্মরণে কম্বল বিতরণ অনুষ্ঠানে অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাসুদ হাসান চৌধুরী ও দিনাজপুর সদর হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আক্তারা বেগম, কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য তায়েবা আফ্রিন,সাহানা আক্তার বানু, জিনাত আরা চৌধুরী মিলি ও আসাদুজ্জামান আসাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ও প্রবীন ব্যক্তিদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার তাদের জন্য বিভিন্ন কর্মসূচী ও ভাতা চালু করেছে। আমরা চাই অসহায় শীতার্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।