ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন
নুর আলম সিদ্দিক, ভ্রম্যমান প্রতিনিধি দিনাজপুর থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এই উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. শহিদুজ্জামান, ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ইনচার্জ শেখ নাসিম হাবিব, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন প্রমূখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে।
মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, বেসরকারি সংস্থা, উপজেলার ৭টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারসহ ৪৮টি স্টল অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন এনজিওরাও তাদের বিভিন্ন কার্যক্রমের উন্নয়ন মেলায় অংশ নেয়। এছাড়া স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক উপস্থিত ছিলেন।