সাংস্কৃতিক চর্চায় পারে রুগ্ন পরিবার ও সমাজ কে বদলাতে আলোর পথে- যুব সাহিত্য ফোরামের সাংস্কৃতিক উৎসব শুরু
প্রেস বিজ্ঞপ্তী:
নগরীর ইপিজেডস্থ আলোর পথে- যুব সাহিত্য ফোরামের উদ্যোগে এবং সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহাযোগিতায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়( মুক্তিযুদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে) উপদেষ্টা মোঃ ইলিয়াছের সভাপতিত্বে এবং উৎসব কমিটির আহবায়ক বাবুল হোসেন বাবলা’র পরিচালনায়ে অনুষ্টিত হয়।
১২জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন দুলাল,অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ উদয়ন কান্তি মিত্র,চিটাগং আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস.এম.দিদারুল আলম,শিক্ষক রেজাউল করিম গাজী,স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির যুগ্ন আহবায়ক মোঃ শাহেদ, সমাজ সেবক মুজিবুর রহমান, শিক্ষীকা নাহিদা আলম,সাংগঠনিক সদস্য মোঃ সালাউদ্দিন, ফটো ক্লিক আর্টের পরিচালক শাহাদাৎ হোসেন রিপন, বিকে টিভি’র সম্পাদক মোস্তফা তালুকদার,সততার সাঃ সম্পাদক লোকমান হোসন, শহিদুল ইসলাম সগির,সংগঠনের সদস্য নাহিদা আক্তার,ইসরাত জাহান,জুলি বড়–য়া,আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এর সকালে এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল গেইট হয়ে সিমেন্ট ক্রসিং ,বন্দরটিলা ঘুরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শুক্রবার উদ্বোধনী দিবসে চিত্রাঙ্গন, কবিতা-ছড়া, হামদ-নাত ও কেরাত এবং প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধন কালে বক্তারা বলেন,সাংস্কৃতিক চর্চায় পারে রুগ্ন পরিবার ও সমাজ বদলের হাতিয়ার ।আলোকিত সমাজ গঠনে ভবিষ্যত তরুণ প্রজন্ম কে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এগিয়ে আসার দৃঢ় আহবান করেন। আগামী ১৯জানুয়ারী উৎসবে সমাপনী ও পুরস্কার বিতরণ একই স্থানে অনুষ্ঠিত হবে ।