নড়াইলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত
শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল :
অনুদানরবিহনীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তি এবং অনুদানভূক্ত স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় স্কেল প্রদানের দাবিতে নড়াইলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘‘ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে এ সস্মেলন অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শামসুল আলম, বিশেষ অতিথি যাদবপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ গোলাম কিবরীয়া, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ নড়াইল জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ মাওঃ মুহাম্মদ সাদেকুর রহমান প্রমুখ। বক্তারা, ইবতেদায়ী মাদ্রাসাগুলি এমপিওভুক্তি ও জাতীয়করণের মাধ্যমে নড়াইল সহ সারাদেশে কর্মরত কয়েক হাজার শিক্ষকের অনিশ্চিত ভবিষ্যত থেকে রক্ষার দাবি জানান।