বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী পুরুষ- নারী ও শিশুসহ আটক-৭
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের প্রস্ততি মুহুর্তের কিছু সময় আগে পুরুষ-নারী ও শিশু সহ o৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপাই নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের খাঁজা মার্কেটের ভিতরে ফরমান আলী পরিচালিত শাহিন ভ্যারাটিস ষ্টোরে অভিযান চালিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও তিনটি শিশুকে আটক করে, শুক্রবার (১২ জানুয়ারী) সাড়ে ৩ টার সময় সাদিপুর সীমান্তের খাঁজা মার্কেটের শাহিন ভ্যারাইটিস স্টোর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীরা হলেন, দৌলু মন্ডল (৬৫),তার স্ত্রী অল্লাদি (৫০), পুত্র তোমল মণ্ডল (৩৭),তার স্ত্রী অর্চেনা(৩০) এর দুই মেয়ে তিথি (১০) ,তমা(৬), অরথো মণ্ডল(৯)মাস,এদের সকলের বাড়ী বাগেরহাট জেলার চিতলমারী থানার রাজনগরে।আটকৃতরা অবৈধ ভাবে (পাস পোর্ট বিহীন)ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে এসেছিল।
আইসিপির সুবেদার আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে