কুষ্টিয়ায় যুব গেমস এর খুলনা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্দোগে ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর খুলনা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি কুষ্টিয়া সুইমিং পুলে বাঘেরহাট, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ১৪টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। তরেণ : তর“ণদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে কুষ্টিয়ার আল আমিন ২৯.২৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ফ্রি স্টাইলে ০১.০৬.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আশিক শেখ। ২০০ মিটার ফ্রি স্টাইলেও আশিক শেখ ২.২৬.০৪ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ৩৪.১৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আনোয়ার। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ১.১৩.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আল আমিন। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩৫.০৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন বাগেরহাটের সুমন খান। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুষ্টিয়ার সোহান আলী ১.২১.০৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তরুণী : তরুণীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ঝিনাইদহের ছুম্মা খাতুন ৩৩.৭২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ফ্রি স্টাইলেও তিনি ১.১১.৩১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ২০০ মিটার ফ্রি স্টাইলে যশোরে ফাতেমা ২.৩৮.৮৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে কুষ্টিয়ার র“পা খাতুন ১.২৭.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও র“পা খাতুন প্রথম হয়েছেন ১.২৭.০৫ সেকেন্ড সময় নিয়ে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৪০.০০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার খাদিজা আক্তার বৃস্টি। ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকেও খাদিজা ১.২৩.০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১৪টি ইভেন্টের মধ্যে যশোর ১টি, বাগেরহাট ১টি, ঝিনাইদহ ২টি ও কুষ্টিয়া জেলা ১০টিতে প্রথম স্থান অধিকার করে। এ সময় বাংলাদেশ সুইমিং ফেন্ডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সহ-সভাপতি আলী হাসান মন্টা, শেখ সুলতান আহমদে, অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহাম্মুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার তনু, খন্দকার রাশেদুল ইসলাম মন্জু, নির্বাহী সদস্য সামসুর নেসা সামু, খোকন সিরাজুল ইসলাম, সবু, আফরোজা আক্তার ডিউ, আনসিুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার সরূপ নগদ অর্থ তুলে দেয়া হয়।