লালমনিরহাট সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে সীমান্ত থেকে মোফাজ্জল হোসেন (৩২) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়। বিএসএফ’র হাতে আটক মোফাজ্জল বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী এলাকার হানিফা মিয়ার পুত্র বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সূত্র জানায়, সকালে মোফাজ্জলসহ কয়েকজন ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন। ওই সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।
বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, খবর পেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পত্র দেয়া হয়েছে।