নিয়ামতপুরে ১ হাজার ২শ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ১ হাজার ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খানের নেতৃত্বে সহকারী পরিদর্শন (এসআই) মুকুল হোসেন, সরোয়ার হোসেন, এএসআই আজিজুর রহমানসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর দীঘিপাড়া গ্রামের মৃত- নুরশেদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়ীর নিকটবর্তী পুকুরপাড় থেকে ৫টি চটের বস্তা ভর্তি ১ হাজার ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেলের সার্কেল) হাফিজুর রহমান তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান বলেন, গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর দীঘিপাড়ার মৃত- নুরশেদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়ীর নিকটবর্তী পুকুরপাড় থেকে ৫টি চটের বস্তাভর্তি ১ হাজার ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করি। স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিলের মালিক সনাক্ত করা গেলেও তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হলো। অতি শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।