বাংলাদেশ বিনিয়োগের জন্য ‘আকর্ষণীয় স্থান’ : প্রণব মুখার্জি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সোমবার দুপুরে গণভবনে প্রণব মুখার্জি ও তার মেয়েকে সঙ্গে নিয়ে যান।
গণভবনে শেখ হাসিনা তাদের ফুল দিয়ে বরণ করেন।
পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও তার মেয়েকে গণভবনে ঘরোয়া মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, প্রণব মুখার্জি আলোচনায় তার অবসর জীবনের কথা বলেন। এখন তিনি পড়াশোনার জন্য প্রচুর সময় পাচ্ছেন, সেটাও বলেন।
২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রণবের প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে সম্মাননাও দেয়া হয়— সেই সফরের কথাও এবার স্মরণ করেন তিনি।
ইহসানুল করিম জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশকে বিনিয়োগের জন্য ‘আকর্ষণীয় স্থান’ হিসেবে বর্ণনা করেন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরেন তার সামনে জানান ইহসানুল।
নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসার মিয়ানমার রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়ার কথাও প্রধানমন্ত্রী তাকে বলেন।
সৌজন্য সাক্ষাতের সময় অন্যদের মধ্যে মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সোমবার সকালে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন তিনি। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের ব্যবহার্য জিনিসপত্র এবং জাদুঘর ঘুরে দেখেন। পাঁচ দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন গণভবনে।
বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ভারতের এ সাবেক রাষ্ট্রপতি।
আগামীকাল-মঙ্গলবার চট্টগ্রামের রাউজানে মাস্টার দ্যা সূর্যসেনের বাড়ি পরিদর্শনের কথা রয়েছে তার।
পরে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার দ্যা সূর্য সেন হলে, ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন তিনি। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেয়া হবে।
পাঁচ দিনের বাংলাদেশ সফরে তার সঙ্গে রয়েছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
বুধবার ঢাকা ফিরে ভারতের সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে, বৃহস্পতিবার সকালে তার ভারতে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়।