মহাদেবপুরে আড়াই মণ গাঁজা সহ ১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস জব্দ ৮ জন গ্রেপ্তার
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার থানা পুলিশ আড়াই মণ গাঁজা সহ ১ ট্রাক ও ১ মাইক্রোবাস আটক করেছে থানা পুলিশ।
আটকের সময় ট্রাক ও মাইক্রোবাসের চালক ও হেলপার সহ নওগাঁ জেলার ১ টি মাদক ব্যবসায়ী চক্রের ৮ সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
নওগাঁর উপজেেলা মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) জনাবঃ মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে।
গত রোববার দিবাগত রাত্রী পোনে ৩ টায় একটি বিশেষ সোর্সের গোপন সূত্রে খবর পেয়ে। জেলাধীন অতিরিক্ত পুলিশ সুপার "মহাদেবপুর সার্কেল' অফিসার, জমাবঃ আবু সালেহ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও থানার কর্মরত তিন এসআই, মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন, আলহাজ্ব উদ্দীন, ও তিনজন এএসআই, জাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, মোঃ হালিম সহ উক্ত থানার একদল পুলিশ মহাদেবপুর দু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাগাচাঁড়া এলাকায় অবস্থান নিয়ে থাকি।
সোর্সের টাইম অনুযায়ী সেই সময়েই মহাদেবপুর থানা পুলিশ একটি ট্রাক দিয়ে রাস্তায় বেরিকেড দিলে কুমিল্লা জেলা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রে-ন-১৭-৫২২৯ নম্বরের একটি মিনিট্রাক ও ঢাকা মেট্রো- চ-৫১-৩০১০ নম্বরের মাইক্রোবাসকে বেরিকেড দিয়ে থামিয়ে।
পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাকের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি করা বক্সের ভিতর থেকে ৫০ টি পলিথিন ব্যাগে মোড়ানো প্যাকেটে থাকা আড়াই মণ গাঁজা এবং মাইক্রোবাস থেকে বিদেশি একটি মদের বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃতঃ রিয়াজ উদ্দীনের ছেলে (১) মোঃ হুমায়ন কবির হুমা (৫০) এবং তাহার নিজ ছোট ভাই (২) মোঃ রেজাউল হক (৪৫) একই গ্রামের নবির সরদারের ছেলে (৩) মোঃ আলম হোসেন (৩৫) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খুলশি গ্রামের খোকামুদ্দিনের ছেলে (৪) মোঃ আমিনুল ইসলাম (৩০) উপজেলার ভঞ্জকল গ্রামের মোঃ সোলেমানের ছেলে (৫) মোঃ পিন্টু (৩৫) উশারমুড়ি গ্রামের মোঃ ছফের উদ্দীনের ছেলে মাইক্রোবাস চালক (৬) মিঠু উদ্দীন (৩৬) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামের মৃতঃ অহিদুর রহমানের ছেলে ট্রাক চালক (৭) মোঃ হারুনুর রশিদ (২৭) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মৃতঃ বাচ্চু শেখের ছেলে ট্রাকের হেলপার (৮) মোঃ মাহাতাব আলী (৩২) কে সূত্র মতে তসল্লি চালিয়ে আড়ই মণ গাঁজা ও বিদেশি মদ সহ তাদের গ্রেপ্তার করে মহাদেবপুর থানায় নেয়া হয়।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে জয়পুরহাট থেকে চ্যানেল ফোর টিভি প্রতিনিধি মোবাইল ফোনে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের কাছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জানতে চাইলে ওসি বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হবে।