দেশে রপ্তানি আয় বেড়েছে ৩ গুণ: শেখ হাসিনা
দেশে দারিদ্রের হার ২২ শতাংশে নামিয়ে আনা হয়েছে—এর পাশাপাশি রপ্তানি আয় বেড়েছে তিন গুণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-বিডিএফের দুই দিনব্যাপী বৈঠকের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের উন্নয়ন ভাবনা, কর্মপরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সমগ্র বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে।
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।
১৯৯১ সালের তুলনায় দেশে দারিদ্রের হার ২২ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।