হাইকমান্ডকে খুশি করতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে বিএনপি নেতারা
বিএনপি নেতারা হাইকমান্ডকে খুশি করতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন কালে এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সরকার জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে প্রতিযোগিতায় নেমেছেন।
কে কত বেশি সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে পারেন সেই প্রতিযোগিতা এখন বিএনপি নেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে—এ কথা উল্লেখ করে কাদের বলেন, তাই আদালতের রায় নিয়েও তাদের মধ্যে এখন বক্তব্যের প্রতিযোগিতা চলছে।
তিনি আরো বলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বচন-ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ।
আমাদের প্রার্থী ক্লিন ইমেজের আর বিএনপি প্রার্থী পেরাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত— নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আওয়ামী লীগের ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এসময় পুলিশ ও সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।