সাকিব তিনে খেলায় অলরাউন্ডারদের ‘সুযোগ’
তামিম, বিজয়, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ- ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ছয় নম্বরে সাব্বির, সাতে নাসির। আট নম্বর জায়গাটা কার? কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে কখনও স্পিনার, কখনও স্পিন অলরাউন্ডার, নয়তো পেস অলরাউন্ডার খেলবে সেখানে। সাকিব মিডলে খেললে নিচের জায়গাটা ভরাটের অবশ্য কোন চিন্তা করতে হত না। আবার সাকিব তিনে খেলায় নিচে ফাঁকা হওয়া জায়গায় সুযোগও দেখছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক মনে করেন ওই পজিশনটা দখল করার সুযোগ আছে অন্য অলরাউন্ডারদের সামনে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু। মাশরাফীর ভাষায় আট নম্বর জায়গাটা পাকা করার অবারিত সুযোগ তাদের সামনে।
‘মিডল অর্ডারের জন্য পাঁচে মাহমুদউল্লাহ ব্যাটিং করবে। টপ ফাইভ ব্যর্থ হলে আমরা বড় স্কোর করতে পারব না। এটা নিশ্চিত। আমরা আশা করব আমাদের টপ ফাইভ এমন শুরু এনে দেবে যে, ওটা ক্যারি করে ছয়-সাত-আট মিলে অবদান রেখে বড় স্কোর গড়বে। সাত-আটে আমাদের জন্য বিরাট একটা জায়গা তৈরি হয়েছে সাকিব তিনে আসায়। এখানে যে ধারাবাহিক থাকতে পারবে সে দলে তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারবে।’
আট নম্বরে সত্যিকার একজন অলরাউন্ডারের অভাবে প্রায়ই ভুগতে হয় বাংলাদেশকে। সেখানে দ্রুত রান তোলার মত কাউকে খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ সময়ই। সেজন্য বোলারদের ব্যাটিং পারফরম্যান্সে আরও উন্নতি করে সত্যিকার অলরাউন্ডার হয়ে জায়গাটা দখলের আহ্বান জানালেন মাশরাফী।
‘সাতে নাসির খেলছে নিশ্চিত। শেষ ম্যাচেও খেলেছে। আটের জায়গাটা, নাসিরের ওই জায়গাতেও অনেক হিসেব-নিকেশ আছে। ওই সময়ে নেমে ২০ বলে ৩৫ করতে পারার মতো ব্যাটসম্যান আর আমাদের নেই। টি-টুয়েন্টিতে এটা নিয়ে ভুগেছি। ওই জায়গাতে যদি ভাল কোন খেলোয়াড় পাই। এখন যেমন রাজু, সাইফউদ্দিন, মিরাজ আছে। ওদের দায়িত্ব কীভাবে খাপ খাইয়ে নেবে, শট খেলার সামর্থ্য কাজে লাগাবে, সেটা ঠিক করা। ওদের সবার বোলিং খুব ভাল, কিন্তু ব্যাটিংয়ে উন্নতি কীভাবে করছে সেটা ওদের ওপর নির্ভর করছে।’
জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনে দুর্বলতা থাকায় একাদশে সাকিবের সঙ্গে প্রথম ম্যাচে রাখা হয় সানজামুলকে। দু’জন মিলে নেন চার উইকেট। ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চাপে রাখেন সাকিব। ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবশ্য স্পিনে দুর্বলতা নেই। যে কারণে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে আসতে পারেন একজন পেস বোলিং অলরাউন্ডার। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সাইফউদ্দিন।