বিশেষজ্ঞদের মতামত আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান প্রতিফলন নেই,
আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের চেষ্টার দৃশ্যমান কোনো প্রতিফলন নেই আর জন্মলগ্ন থেকে ব্যাংক খাতে অনিয়ম থাকলেও— সাম্প্রতিক সময়ে তা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। দেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায়— সরকারের রাজনৈতিক স্বদিচ্ছার ঘাটতি আছে বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের আর্থিক খাত নিয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ক্রটিমুক্তভাবে পরিচালনার জন্য, স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হোক।
পরে অর্থমন্ত্রীর অনুরোধে এ সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করেন নেন ইসরাফিল আলম।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, দেশের জন্মলগ্ন থেকেই ব্যাংকগুলোতে অনিয়ম ত্রুটি ও অনিয়ম শুরু হয়। আর এ ক্রটি ও অনিয়ম দুর করতে সরকারের চেষ্ঠার কোন কমতি নেই বলে জানান তিনি। আপস.
তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায়, অর্থমন্ত্রী সংসদে সরকারের যে চেষ্টার কথা বলেছেন, বাস্তবে তা দৃশ্যমান নয়।
তাদের মতে, দেশের জন্মলগ্নে আর্থিক খাতে যে সব অনিয়ম ছিল— তা দুর করার প্রক্রিয়া শুরু হয়েছিল।কিন্তু বর্তমান সময়ে- সেই অনিয়ম কমার বদলে উল্টো অনেক বেড়েছে। আর্থিক খাত সচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য দেশের দক্ষ লোকের অভাব নেই— অভাব রাজনৈতিক স্বদিচ্ছার।