যারা পুঁজিবাজারকে ফটকা বলে তারা এর শত্রু: অর্থমন্ত্রী
পুঁজিবাজার ফটকাবাজার নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স মেলা এবং বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে যারা ফটকাবাজার বলে তারা পুঁজিবাজার বোঝে না তারা পুঁজিবাজারের শত্রু।
তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ দেশের জন্য খুবই প্রয়োজনীয়— তবে পুঁজির বিকাশ ব্যাংকের নয়, পুঁজিবাজারের দায়িত্ব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, পুঁজিবাজারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে— তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ‘সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী’ স্লোগানে শুরু হওয়া কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন।
কনফারেন্সের প্রথম সেশনে বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।
পরে অর্থমন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা মেলার স্টল পরিদর্শন করেন।