নির্বাচন সামনে রেখে মাঠে নামছে আ’লীগ
নির্বাচনের আগে সংগঠনকে আরো গতিশীল করতে আগামি ২৬ জানুয়ারি থেকে সিনিয়র নেতাদের নেতৃত্বে ৪ মাসের সফরে বের হচ্ছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা। দেশের প্রতিটি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায় পর্যন্ত হবে এ সফরের বিস্তৃতি।
নেতারা বলেন, সাংগঠনিক এ সফরের মধ্য দিয়ে দলের অভন্তরীন দ্বন্দ্ব-কোন্দল নিরসন আর নির্বাচনের করণীয় সম্পর্কে সারাদেশের নেতাকর্মীদের দেয়া হবে দিকনির্দেশনা। পাশাপাশি তুলে ধরা হবে বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের চিত্র।
নির্বাচনে জয়ের জন্য দলকে আরো সুসংগঠিত করাই এ সফরের উদ্দেশ্য বলে জানায় নেতারা।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল চাঙ্গা করতে দলের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে সারাদেশ সফরে বের হচ্ছে আওয়ামী লীগের ১৫টি টিম।
আগামী ২৬ জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতারা প্রতিটি জেলা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত সফর করবেন।
নেতারা বলছেন, নির্বাচনের আগে সংগঠনকে আরো গতিশীল আর নির্বাচনমুখী করাই এ সফরের উদ্দেশ্য।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সফর হবে চার মাসের। এ সফরে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমাবেশ-জনসভা করবেন তারা। তুলে ধরবেন সরকারের উন্নয়ন আর বিএনপি-জামাত জোটের নাশকতার চিত্র।
এর আগে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিনিধি সম্মেলন, বর্ধিত সভা করা হলেও নির্বাচনী বছরের শুরুতে সিনিয়র নেতাদের নেতৃত্বে এবারের সফর আরো বেশি ফলপ্রসূ হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
সফর শেষে সাংগঠনিক রিপোর্ট দেয়া হবে দলীয় সভানেত্রীর কাছে।