শ্রীপুরে গৃহবধূকে প্রকাশে মারধর: আটক ৪
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে ফরিদা আক্তার নামের এক গৃহবধূকে মারধর করেছেন তার স্বামী। গৃহবধূর অভিযোগ খাবারের টাকা চাওয়ায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় চার জনকে আটক করেছে পুলিশ। ফরিদার স্বামীর নাম ইব্রাহীম (৩৮)। তাকে মারধরের ভিডিও চলে গেছে ফেসবুকে। নির্যাতনের এই ঘটনায় ফেসবুকে সমালোচনাও চলছে।
পুলিশ জানান,মুলাইদ এলাকার তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা হলো ইব্রাহিমের তৃতীয় স্ত্রী মৌরি (২৫), মৌরির মা জমিলা বেগম (৪৭), মৌরির দুই বোন নাসরিন আক্তার (২২) ও ফারজানা আক্তার (১৯)। তাদের বিরুদ্ধে ফরিদাকে মারধোর, গালি-গালাজ এবং বাড়ি ছেড়ে চলে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইব্রাহিমকে আটক করতে ফোর্স নিয়ে তার এলাকাসহ সম্ভাব্য স্থানে খোঁজা হচ্ছে বলে জানান পুলিশের এই এসআই।
ফেসবুকে আপলোড হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ‘ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, আহ্, উহ্ চিৎকার করছেন ওই গৃহবধূ। মাথা, নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে লাথি ও জুতাপেটা করছেন তার স্বামী।’
ফরিদা আক্তার জানান, শনিবার (২০ জানুয়ারি) স্বামীর কাছে খাবারের টাকা চাইলে তাকে মারধর করা হয়। পরে, ফরিদা স্বামীর অত্যাচার থেকে বাঁচতে পালিয়ে বাড়ির পাশে এমসি বাজার পর্যন্ত চলে আসেন। ইব্রাহিম সেখানে তার পথরোধ করে আবারও মারধর করেন। পরে তাকে অটোরিকশাযোগে ইব্রাহীম নিজ বাড়িতে নিয়ে যান।
অভিযুক্ত ইব্রাহিম জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা আছে। তিনি আত্মহত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তাই তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনার সময় মারধর করতে হয়েছে।
ইব্রাহিম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। ফরিদার বাবার বাড়ি কাওরাইদ ইউনিয়নের যুগীরসিট গ্রামে ।
নির্যাতনের শিকার ফরিদা আক্তার জানান, সাত বছর আগে তার স্বামী ডা. আব্দুল জলিল মারা যান। স্বামী মারা যাওয়ার আগে একই উপজেলার মুলাইদ এলাকায় বসতবাড়ি রেখে যান। সেখানেই তিন সন্তান নিয়ে তিনি বসবাস করেন। পরে গোদারচালা এলাকার ইব্রাহিম ফরিদাকে বিয়ে করেন। পরে বিভিন্ন সময় টাকা-পয়সার জন্য ইব্রাহিম তার ওপর নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে প্রথম স্বামীর রেখে যাওয়া মুলাইদের বাড়িটি বিক্রির জন্য ইব্রাহীম চাপ দিতে থাকে। ইব্রাহিম আগেও বিয়ে করেছিলেন। সম্প্রতি ইব্রাহিম আরেকটি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। এনিয়ে গত কয়েকদিন যাবৎ তাদের সংসারে সম্পর্কে টানাপড়েন শুরুহয়। ফরিদার ভরণ পোষণও বন্ধ করে দেন ইব্রাহিম।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নংওয়ার্ডের মেম্বার হাসান হাফিজুর রহমান দীপক বলেন, ‘ইব্রাহিম তাদের পরিবারের মধ্যে কি নিয়ে বিরোধ চলছে তা আমার জানা নেই, তবে ফরিদা তার দ্বিতীয় স্ত্রী। ঘটনা ফেসবুকে প্রকাশ হওয়ার পর জানা গেছে শনিবার সকালে বাড়িতে স্বামীর কাছে খাবারের টাকা চাইলে কথা কাটাকাটি হয়। পরে রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার সময় তাকে এমসি বাজারে আটক করে সেখানেই পেটাতে থাকে।’
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আজিজুল হক জানান, শনিবার সন্ধ্যায় গৃহবধূর অভিযোগের ভিত্তিতে চার জনকে আটক করা হয়েছে। ইব্রাহিমকে আটক করতে ফোর্স নিয়ে তার এলাকাসহ সম্ভাব্য স্থানে খোঁজা চলছে। ‘ফরিদার আগরে স্বামী জলিল মিয়া মারা যাওয়ার পর ইব্রাহিম তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সাবেক স্বামীর বাড়ি শ্রীপুর উপজেলার মমুলাইদ গ্রামে নতুন স্বামী ইব্রাহিমকে নিয়ে ফরিদা বসবাস করছেন।’