পদ্মাসেতুর সার্বিক কাজের অগ্রগতি ৫১.৫ শতাংশ ও মূল পদ্মা সেতুর কাজ হয়েছে ৫৬ শতাংশ, যথাসময়ে সেতুর কাজ শেষ হবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ এবং পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৫১.৫ শতাংশ, যথা সময়ে সেতুর কাজ শেষ হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কনসট্রাকশন এলাকা পরিদর্শণ শেষে তিনি এ কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার আগেই ৪ লেন সড়কের কাজ সম্পন্ন হবে। আগামী ২ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া এ সড়ক দিয়ে যাবেন। সে সময় তিনি পদ্মাসেতু এলাকা পরিদর্শণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন পদ্মাসেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু প্রকল্প ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের, পদ্মা সেতু কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেজর ব্রীজের প্রধান প্রকৌশলী মি. লিওসহ সেতু ও সড়ক পরিবাহন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।